নবম দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীরা আজও বসে ধর্নায় 843দিন অতিক্রান্ত।

Bangla circle news

ধর্মতলা গান্ধীমূর্তির পাদদেশে ৮৪৩ দিন ধরে নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীরা ধর্ণায় বসে রয়েছেন আজও, কবে পাবেন চাকরি আর কতদিন ধরনায় বসে থাকতে হবে হবু শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীদের। 2016 সালে 1ST SLST এর নবম -দ্বাদশ স্তরের শিক্ষক -শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাতালিকা ভুক্ত হওয়া সত্ত্বেও এখনো নিয়োগপত্র হাতে পায়নি প্রায় 5578 জন চাকরিপ্রার্থী । রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার আন্দোলনরত চাকরি প্রার্থীদের পাশে রয়েছে। সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। যদিও সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে মামলা চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইন মেনেই নিয়োগ করা হবে। সুপার নিউমেরারি পোস্ট বৈধতা পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। চাকরি প্রার্থীদের দাবি সরকার উচ্চ আদালতে সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলা আর্জেন্ট ম্যাটারে হেয়ারিং এর আবেদন করুক। সুপার নিউমেরারি পোস্ট রাজ্য সরকারের এক্তিয়ার ভুক্ত। সরকার উচ্চ আদালত থেকে সুপার নিউমেরারি পোস্ট পাশ করিয়ে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করুক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *