রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার প্রস্তুতি শুরু কর্মচারী সংগঠনের।

Bangla circle news

আদালতের নির্দেশ সত্ত্বেও ডিএ দেওয়া নিয়ে কর্ণপাত করেনি রাজ্য সরকার, আদালত অবমাননার মামলা দায়ের করার প্রস্তুতি শুরু কর্মচারী সংগঠনের। কিন্তু কেন প্রস্তুতি নিচ্ছে দেখুন।


সরকারি কর্মচারী সংগঠন চাইছে সুপ্রিম কোর্ট খোলার পর ১৪ জুলাই এই মামলার শুনানি হোক,কিন্তু সব কিছুই নির্ভর করছে আদালত এবং বিচারপতিদের সূচির উপর। আগামী অগস্ট মাসের ৪ তারিখে ডিএ সংক্রান্ত মূল মামলার শুনানি রয়েছে।


শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৫ শতাংশ ডিএ দেয়নি রাজ্য সরকার। এই অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি শুরু করে দিল সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। জানা যায় গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট বলে, ছ’সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, না হলে আইনানুরূপ ব্যবস্থা নেয়া হবে। কিন্তু পেরিয়ে গেল সময়সীমা, সময়সীমা পেরোনোর পর রাজ্য সরকার শীর্ষ আদালতে জানায়, তাদের এখন আর্থিক সঙ্কট রয়েছে তাই তারা বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য আরও সময় প্রয়োজন আমাদেরকে সেই সময় দেয়া হোক বলেই আবেদন করেন।

তার সাথে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায় নবান্ন। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, তারা বকেয়া ডিএ-র ২৫ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত।

সময়সীমা শেষ হওয়ার পরেই শুক্রবার গভীর রাতে মুখ্যসচিব মনোজ পন্থকে একটি ইমেল পাঠায় ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। নবান্ন সূত্রে খবর, ওই মেলে লেখা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তবে তারা রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিব প্রভাত মিশ্রর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবে।

ডিএ সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারী ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। তাই নিয়মানুযায়ী আমরা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও সাত দিন সময় দিয়েছিলাম।

কিন্তু ইমেলটি পাঠানোর পর রাজ্য সরকারের তরফে কোনও সদুত্তর না পেয়েই আমরা আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। আমরা সেই প্রস্তুতি শুরুও করে দিয়েছি বলেই জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *