শালী ব্রিজ তৈরী ও মিড ডে মিলের বরাদ্দকৃত টাকা ভোট কর্মীদের বেতন দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের। তাহলে কি রাজ্যের ভাড়ার শূন্য বিভিন্ন ফান্ড থেকে দেয়া হচ্ছে টাকা।
বৃহস্পতিবার বাঁকুড়ায় নিজের সাংসদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন।
এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, এরাজ্যের বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসতেই কেন্দ্রের তরফে রাজ্যকে রিপোর্ট তলব করা হয়েছে। এ ধরণের ঘটনা অন্যায়। রাজ্য সরকারের টাকা না থাকলে টাকার ব্যবস্থা করতে হবে। বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের মতো ঘটনা রাজ্যের অন্যান্য জেলা গুলিতে হয়েছে কিনা তা তাঁরা খোঁজ নিয়ে দেখছেন বলে তিনি জানান।
Leave a Reply