পঞ্চায়েত ভোটেও দেদার ছাপ্পার অভিযোগ বাঁকুড়া জয়পুর ব্লকের একাধিক বুথে এমনই ছবি উঠে এলো রাউত খন্ড গ্রাম পঞ্চায়েতের sskm বুথ ও জামদিগিরি ও কুন্ডু পুস্করনী বুথে
চলছে দেদার ছাপ্পা ক্যামেরা দেখেই চম্পট দুষ্কৃতীর দল। এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জয়পুর ব্লকের একাধিক বুথে দেদার ছাপ্পা এমনই অভিযোগ। অভিযোগ পেয়ে সরজামিনে গিয়ে পৌঁছাতেই ক্যামেরা দেখে দেদার ছুট। যেখানে বারবার হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এ কেন্দ্রীয় বাহিনীর আঠা নিরাপত্তা থাকবে সেখানে দেখা গেল অন্য ছবি সেভিক পুলিশ ও রাজ্য পুলিশ দিয়ে চলছে দেদার ভোট। সেই ভোট কেন্দ্রে সাধারণ মানুষ গিয়ে পৌঁছাচ্ছেন কিন্তু ভোট দিতে পারছেন না বুথের মধ্যে দেখা গেল তৃণমূলের নেতারা বুথের মধ্যে হাতে করে ভোটারদের নিয়ে গিয়ে ভোট দেয়া করাছেন এমনই ছবি উঠে এলো রাউজ খন্ড অঞ্চলের জামদিগিরি বুথে। এই ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি সাফাই দেন তার কাকিমা চোখে দেখতে পারছেনা তাই তিনি বুথকেন্দ্রে পৌঁছে দিচ্ছেন, আদৌ কি তাই এটাই এখন বড় প্রশ্ন ভোটকেন্দ্রের মধ্যে প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য ভোট কর্মীরা রয়েছে তারা অনায়াসে পৌঁছে দিতে পারে সেখানে সেখানে অচেনা ব্যক্তি সে কি করে ভোট কেন্দ্রের ভিতরে নিয়ে যেতে পারে এটা এখন বড় প্রশ্ন।
Leave a Reply