নতুনভাবে বনপলাশী ফ্যামিলি রেস্টুরেন্টের উদ্বোধন হলো বাঁকুড়ার জয়পুর পর্যটন কেন্দ্রের জয়পুরে।

Bangla circle news

নতুনভাবে বনপলাশী ফ্যামিলি রেস্টুরেন্টের উদ্বোধন হলো বাঁকুড়ার জয়পুর পর্যটন কেন্দ্রের জয়পুরে।
জয়পুর পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে একের পর এক হোটেল এন্ড রিসোর্ট এবার সেই রিসোর্ট এলাকাতেই গড়ে উঠল বনপলাসি হোটেল লজ ও রেস্টুরেন্ট। ভারতবর্ষের ইতিহাসে পর্যটন মানচিত্রে জায়গা পেয়েছে মন্দিরনগরী বিষ্ণুপুর ঠিক তেমনি জয়পুর জঙ্গলকে কেন্দ্র করে স্থান পেয়েছে জয়পুর পর্যটন কেন্দ্রের, জয়পুর ব্লকে একাধিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ মাকরাই পাথরের মন্দির ঠিক তেমনি রয়েছে ঢোলসমুদ্র,জঙ্গলে রয়েছে চিতল হরিণ ও বন্যহাতি, রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি তার থেকেও বড় কথা এই জয়পুর এলাকাতেই বিষ্ণুপুর মল্ল রাজার প্রথম রাজধানী ছিল এই জয়পুর।
তাই বিষ্ণুপুর পর্যটন কেন্দ্রের যতটাই মান রয়েছে ঠিক ততটাই রয়েছে জয়পুরে। জয়পুরেও গড়ে উঠেছে একের পর এক মন্দির। তবে বিষ্ণুপুর রাজা মল্লরাজার আমলেই গড়ে উঠেছিল এই মন্দিরগুলি। জয়পুর পর্যটন কেন্দ্রে বেড়াতে এলে থাকা তো খাওয়া নিয়ে কোন চিন্তা ভাবনাই করতে হবে না,জয়পুর জঙ্গল সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য থাকা ও খাবার সু বন্দোবস্ত করার জন্য একের পর এক গড়ে উঠছে হোটেল এন্ড রিসোর্ট ।ঠিক তেমনি উদ্বোধন হলো বন পলাশীর এই বন পলাশীর।উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি রা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *