ইতিহাস রচনা করলো ভারত ভারত আবারও পৃথিবীর শ্রেষ্ঠ চাঁদের মেরুতে সফল অবতরণ করল বিক্রম ৩।

Bangla circle news
এটাই নয়া ভারত, দেশবাসী কি শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আয় আয় চাঁদ মামা টিক দিয়ে যা কপালে, ঠিক তেমনি ইতিহাসের সাক্ষী থাকলো ভারত। ভারতের কপালে পরল টিক তাও আবার চাঁদা মামার। ইতিহাস রচনা করলো ভারতের ইসরো। চন্দ্র অভিযানের সফল ভারতের বিক্রম ল্যান্ডিং করল চাঁদের মাটিতে।সেই ঐতিহাসিক সাক্ষীর মুহূর্ত আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি, ভারতের মুকুটে নয়াপালক চাঁদের দক্ষিণ মেরু দখল নিল ভারত,ভারতের সাথে সাথে রাশিয়াও পাঠিয়েছিল চন্দ্র অভিযানে কিন্তু তারা সফল হওয়ার আগেই চন্দ্র অভিযান ভেঙে পড়ে, ঠিক তেমনি ভারত একবার চেষ্টা করেও তারা সফল হয়নি তবে ভারতের বিজ্ঞানীরা ও হাল ছাড়ার পাত্র নয় করে দেখিয়ে দিল ইসরোর কেরামতি। দ্বিতীয়বার বিক্রম থ্রি আর ভেঙে পড়ল না। সফলভাবে চাঁদের মাটিতে পা রাখালেন ইসরোর বিক্রম ত্রি ।এর পরেই খেলা শুরু করবে ভারত, কবি অতুলপ্রসাদ সেন বলে গেছেন বল বল বল সবে শত বিনা বেণু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কবিতাটা হুবহু একেবারেই মিলে গেল, ভারত তাই জগত শ্রেষ্ঠ ছিল আছে এবং আগামী দিনে থাকবে। জয় হিন্দ বন্দেমাতরম আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ জনগণের পক্ষে বাংলার সংবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *