মাত্র দু বছর সাত মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল বেলপাহাড়ির মেয়ে আরাত্রিকা
, মাত্র দুই বছর সাত মাস বয়সেই সে এই সাফল্য অর্জন করেছে। তার এই সাফল্যে খুশি তার পরিবার, পরিজন থেকে গোটা বেল পাহাড় সহ জঙ্গলমহল বাসী। ইতি মধ্যেই আরাত্রিকা বলে দিতে পারে 50টি দেশের জাতীয় পতাকা। 13টি রং,35টি শরীরের অঙ্গ,40 জীবজন্তু,30টি পেশা, 27টি সবজি,32টি কর্মকাজ,30টি ফল,16টি পাখি,20টি যানবাহন,20টি চিকিৎসার সরঞ্জাম,20টি বাচ্চাদের সরঞ্জাম,22টি আসবাবপত্র, 21টি খাদ্যদ্রব্য, 8টি আকার সনাক্ত করে,এবং12টি জাতীয় প্রতীক,6টি ঋতুর নাম ,ইংরেজি 7 দিনের নাম,12টি ইংরেজি মাসের নাম,A থেকে Z পর্যন্ত,1 থেকে 50 পর্যন্ত পুনরাবৃত্তি করে মাত্র 2বছর 7 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ স্থান পেয়েছে বেলপাহাড়ির মেয়ে আরাত্রিকা মাহাত।। যেখানে এই বয়সে বাচ্চারা ভালো করে কথা বলতে পারেনা, হাঁটতে পারে না, সেখানে এই সফলতা অর্জন সত্যিই অবাক করা দৃশ্য।
Leave a Reply