পান্ত ভাত খেয়ে অসুস্থ ৩ মৃত ১ বাঁকুড়া জয়পুরো ও কোতুলপুর ব্লকের ফুটি ডাঙ্গা গ্রামে।
লেগ পঞ্চায়েতের ফুটিডাঙ্গা গ্রামে একটি পরিবারের চারজন সদস্য বাসি ভাত (পান্তা ভাত) খেয়ে অসুস্থ হয়ে পড়ে একটি পরিবারের চার সদস্য, পান্তা ভাত খেয়ে অসুস্থ বোধ করায় গ্রামের মানুষ প্রথমে নিয়ে যাই কোতুলপুর গ্রামীণ হসপিটালে, সেখানে চিকিৎসার জন্য ভর্তি করাহয়,হসপিটালে কর্তব্যরত ডাক্তার বলেন বিষাক্ত খাবার খেয়েই শারীরিক সমস্যায় পড়েছে এই পরিবারের সদস্যরা। তাদের শারীরিক অবনতি দেখে গ্রামীণ হসপিটাল থেকে বিষ্ণুপুর জেলা হসপিটালে স্থানান্তরিত করে, সেখানে ই পরিবারের এক সদসের মৃত্যু হয়।
গতকাল ওই পরিবারের কণিষ্ক সদস্য নাম বিধান সরেন চাতরা জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গতকাল সন্ধ্যা নাগাদ মারা যান। আজ দুপুর নাগাদ মৃতদেহটি ফুটিডাঙ্গা গ্রামে আনা হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই খবর পেয়ে গ্রামে যান পঞ্চায়েত প্রধান তিনি এই অসহায় পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দেন।এখন অব্দি পরিবারের তিন সদস্য হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বলেই সূত্রে খবর।। গ্রামবাসী ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন লেগ অঞ্চলের প্রধান অসিতকুমার পাল সহ একাধিক বিশিষ্ট জনেরা শুনে নেওয়া যাক কি বলছেন পঞ্চায়েতের প্রধান।
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট bcn no1 নিউজ।
Leave a Reply