বাড়ির বড় ছেলের হাতে খুন বাবা।

Bangla circle news
https://youtu.be/nqyqS0nVlZY

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর- ছেলের হাতে বাবা খুন-। ঘটনা বাঁকুড়ার জয়পুরে।
মাকে মারধর করেছিলেন বাবা, বাধা দেয় বড়ো ছেলে, তবুও মাকে মারধর করায়, লাঠি আঘাতে খুন বাবা।। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাড়ির বড় ছেলের হাতে খুন বাবা ।ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের মুকুন্দপুর এর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি। বাড়িতে মদ খেয়ে এসে মাকে মারধর করেছিল বাবা, সেই সময় বাড়িতেই ছিলেন বড় ছেলে।
মাকে বাঁচাতে জান ছেলে সেই সময় মদ্যপ বাবা তবুও মারধর করেন মা কে আর রাগে না থাকতে পেরে পাশেতে পড়ে থাকা লাঠিই করে আঘাতে করেন বাবাকে। আর সাথে সাথেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি , আর এই ঘটনায় ছুটে আসেন এলাকার মানুষজন, সাথে সাথে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসা চলছিল, আজ সকালে বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃত্যু হয় বলেই খবর। আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
তবে কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ। পুলিশ অভিযোগের ভিত্তিতে বাড়ির বড় ছেলে কে গ্রেফতার করে জয়পুর থানায় নিয়ে আসে। আজ ওই ব্যক্তিকে বিষ্ণুপুর আদালতে নিয়ে যায়।
কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী হারা মা এবং বাড়ির অন্যান্য সদস্য ও বাড়ির ছোট ছোট দুই সন্তান, চলুন শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *