১১ মাইল হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা মৃত এক,কাঁকসা থানার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১ মাইল এ ভয়াবহ পথ দুর্ঘটনা।।
আজ শনিবার ২৮ শে অক্টোবর কোজাগরী লক্ষী পূজা ঠিক সাত সকালেই কাঁকসা থানার অন্তর্গত বনকাটি অঞ্চলের ১১ মাইলের হাইওয়ের উপর ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্গাপুর তথা পানাগর থেকে আসা একটি টেলার গাড়িকে ওভারটেক করতে গিয়ে অসাবধানতার কারণে গাড়ির নিচে পড়ে যায় মোটরসাইকেল আরোহী। সূত্রে খবর অজ্ঞাত পরিচয় ব্যক্তির মোটরসাইকেল আরোহী একই দিক দিয়ে আসছিল, হঠাৎই সামনে এক সাইকেল চালককে বাঁচাতে গিয়ে গাড়ির নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং মৃত ব্যক্তিটিকে দুর্গাপুর মহকুমার হাসপাতালে স্থানান্তরিত করা হয়, এবং গাড়িটি কে রিকভার করে থানায় নিয়ে যাওয়া হয। এই দুর্ঘটনাকে ঘিরে ১১ মাইল তথা গ্রামবাসী ও ব্যবসায়ী গনদের মধ্যে একটা এলাকায় ভীষণ চাঞ্চলের সৃষ্টি হয়।সংবাদ সূত্রে প্রকাশ মোটরসাইকেলে এক জন আরোহী ছিল বলে জানা গেছে।এই দুর্ঘটনার খবর পাওয়াই বাড়ির লোকদের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে।।
১১ মাইল থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম।।
Leave a Reply