কনকনে শীতে কাঁপছে বাঁকুড়া তাপমাত্রা একেবারে তোলানিতে হাড়ভাঙ্গা ঠাণ্ডায় কাঁপছে বাঁকুড়া বাসি ।
আট ডিগ্রী কাছাকাছি তাপমাত্রা,
সন্ধ্যার পর জঙ্গলমহল এলাকায় শীতের ভয়ে বাড়ি থেকে বেরোনোর বিপদ হয়ে পড়েছে গ্রামবাসীদের।
একই রোদের ছোটা জঙ্গল থাকার জন্য নিচে এসে পৌঁছায় না। তার উপর ঠান্ডা, তাই একমাত্র ভরসা আগুন। আগুন জেলে গরমের খোঁজে পথ চলতি মানুষ। আগুন জ্বললেই দাঁড়িয়ে পড়ছেন প্রতিদিন কাজের তালিতে বের হওয়া মানুষজন,একটিবার গা গরম করার জন্য।
এক কথায় শীত জ্বরে আক্রান্ত বাঁকুড়া। তবে আবহাওয়ার খামখালিপনাতে আক্রান্ত হচ্ছেন জ্বর সর্দি কাশিতে। দুদিন গরম তো চার দিন ঠান্ডা আবারো বৃষ্টি আসতে চলেছে এমনই আবহাওয়া সূত্রে খবর। তবে আপাতত ঠান্ডার দাপট থাকছে পৌষ সংক্রান্তি পর্যন্ত। তবে বাঁকুড়ার পৌষ সংক্রান্তি মানে পিঠে পড়বে মেতে উঠবে গোটা জেলা ।
সকালেই চলবে মকর স্নান, এই কনকনে শীতকে উপেক্ষা করেও স্নান করবেন জেলার মানুষেরা ।তবে এই বছর যে হারে শীতের দাপট তবে মকর স্নান হবে কিনা তা আগেভাগে বলা যাবে না।
কনকনে শীতে কাঁপছে বাঁকুড়া তাপমাত্রা একেবারে তোলানিতে হাড়ভাঙ্গা ঠাণ্ডায় কাঁপছে বাঁকুড়া বাসি ।

Leave a Reply