বীর নারায়ন এর পূজাতে অগণিত মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর পর্যটন কেন্দ্রের সুমুদ্র বাঁধ সংলগ্ন এলাকাই।

Bangla circle news

বিরনারায়ন এর পূজাতে অগণিত মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর পর্যটন কেন্দ্রের সুমুদ্র বাঁধ সংলগ্ন এলাকাই। প্রায় ৫০০ থেকে ৭০০ বছর ধরে এভাবেই
প্রতিবছর মকর সংক্রান্তি উপলক্ষে এই পূজা হয়ে আসছে। বসেচে মেলা, সকাল থেকেই চলে পূজা অর্চনা। বীর নারায়ণের প্রসাদ খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। বির নারায়ণ দেবতা এখানে কোন মন্দিরে নয় একেবারে গাছের তলায় বসবাস করেন মূর্তি বলতে মাটির হাতি ঘোড়া ও পাথরে পূজা অর্চনা চলে, বাবা এখানে মন্দিরে থাকতে ভালোবাসেন না থাকতে ভালোবাসেন গাছের তলায় জঙ্গলের মধ্যে, বাবার প্রসাদ বলতে চিরে মন্ডা সহ খিচুড়ি ভোগ বাবা নাকি খুবই জাগ্রত যে যা মানত করে তার আশা পূর্ণ করে দেন বাবা বির নারায়ন। তাই বার বার ছুটে আসেন আজকের দিনটিতে বহু দূর দুরান্ত থেকে ভক্তরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *