ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ,

Bangla circle news

ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ, আর এই ঘটনা কে কেন্দ্র করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ গ্রামবাসীর সহ স্থানীয়দের।

ঘটনা সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামের বছর ২৩-র বাপ্পা বাউরী ভীনরাজ্যে কাজ থেকে টুসু পরব উপলক্ষে ছুটি কাটাতে বাড়ি এসেছিল । টুসু উৎসবের আগের দিন গভীর রাতে গ্রামীন সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাপ্পা বাউরি নামের এক যুবকের । ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ি টি পালিয়ে যায় ।
যে কারণেই গ্রামবাসীরা বেলিয়াতোড় বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । স্থানীয়দের অভিযোগ , বাপ্পা বাউরির পরিবারের অবস্থা ভালো নয় , যে কারণেই তার পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে । অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক করে অভিযুক্তকে করা শাস্তি দিতে হবে । রাস্তার ওপর স্পিড বেকার লাগাতে হবে । স্থানীয়দের আরো অভিযোগ এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় , বারংবার এই দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র নিরাপত্তার গাফিলতির জন্যই দাবি স্থানীয় বাসিন্দাদের । প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসীরা যার ফলে ব্যাপক যানজট তৈরি হয় । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *