জয়পুর জঙ্গলে আবারো প্রবেশ করল দল হাতি, আর সেই হাতি দেখতে অগণিত মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের তাঁতীপুকুর মুরাবারি রেললাইন সংলগ্ন এলাকায়।
জানা যায় আজ ভোরে বরজোরার জঙ্গল থেকে সোনামুখী হয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে প্রবেশ করে দশটি হাতির একটি দল সেই হাতির দলটি আজ সারাদিন জয়পুর জঙ্গলের তাঁতিপুকুর বিট এলাকায় থাকার পর অবশেষে আজ সন্ধ্যায় হাতির দলটি বিষ্ণুপুর রেঞ্জের বাকাদহ বিটে প্রবেশ করে।
আর সেই হাতির দলকে দেখতে অগণিত মানুষ ভিড় করেন বাসুদেবপুর,তাঁতীপুকুর,মুড়াবাড়ি সংলগ্ন রেল লাইনের উপর।
বনদপ্তত সূত্রে খবর আজ রাতে বিষ্ণুপুর বাঁকাদহ থেকে গরবেতার জঙ্গলে প্রবেশ করাতে চলেছে পাঞ্চেত বন বিভাগের একাধিক রেঞ্জের বনদপ্তরের আধিকারিক সহ কর্মীরা।
এখন দেখার বিষয়, জঙ্গল সংলগ্ন একাধিক মাঠে জেঠ আলুর চাষ হয়েছে কোন রকমের এই হাতির দল বনদপ্তরের কর্মীদের নজর এড়িয়ে জঙ্গলের ভেতরে বসবাসকারী গ্রামে প্রবেশ করে তাহলে ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা করছেন। এখন দেখার আজ রাতে বনদপ্তরের কর্মীরা কতটা এ হাতির দলের উপর নজরদারি করতে পারে, সেটাই এখন দেখার । তবে বনদপ্তরের কর্মীরা হাতির গতিবিধির উপর নজর রেখে চলেছে বলেই বনদপ্তর সূত্রে খবর।
জয়পুর জঙ্গলে আবারো প্রবেশ করল দল হাতি, আর সেই হাতি দেখতে অগণিত মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের তাঁতীপুকুর মুরাবারি রেললাইন সংলগ্ন এলাকায়।

Leave a Reply