লাগাতার হাতির আতঙ্ক তো ছিলই বাঁকুড়ার জয়পুরে,তার উপর সকাল থেকেই বৃষ্টিতে নাজেহাল কৃষকেরা।

Bangla circle news

একদিকে সকাল থেকেই চলছে অঝোর ঝড়ে বৃষ্টি তার সাথে ঘন কুয়াশার দাপট জেলায়, তার উপর বাঁকুড়া জয়পুর জঙ্গলে হাতির ভয়। এ দুইয়ের আতঙ্কে নাজেহাল কৃষকেরা।
বাঁকুড়ায় একদিকে লাগাতার হাতির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি অন্যদিকে প্রচন্ড বৃষ্টি। জেঠ আলু পোখরাজ পেপসি সুপার সিক্স জ্যোতি চন্দ্রমুখী সহ আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি, নাজেহাল কৃষকেরা।
হাজার হাজার টাকা খরচা করে লাগিয়েছেন আলু একবার নয় দুই দুবার, এর আগে অতিবৃষ্টিতে নষ্ট করেছিল চাষের আলু লাগানো অবস্থায়, সেই আলু ভেঙ্গে আবারো রোপন করেছিল আলু, আবার সেই আলুতে ব্যাঘাত ঘটালো বৃষ্টি।
আবহাওয়ার খামখেয়ালী পোনায় মরণফাঁদে কৃষকেরা।
কিভাবে চালাবেন সংসার কিভাবে শোধ হবে দেনা, একই বৃষ্টিতে রক্ষে নেই বাঁকুড়ার মানুষদের তার উপর বাঁকুড়ার জয়পুর জঙ্গলে হাতির আতঙ্ক। প্রায় দিনই হাতির আনাগোনা, একবার পশ্চিম মেদিনীপুর থেকে জয়পুর জঙ্গল আবার অন্যদিকে সোনামুখীর জঙ্গল থেকে জয়পুর জঙ্গল। অনবরত হাতির আনাগোনা জয়পুর জঙ্গলে, যদিও একবার ফরেস্টের চোখকে ফাঁকি দিয়ে নষ্ট করছে জমির ফসল আলু। আজ আবার সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি, এই দুইয়ের আতঙ্কে রয়েছেন জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। আবারো আজ ভোরে প্রবেশ করেছে হাতীর দল, একই বৃষ্টিতে রক্ষে নেই তার উপর হাতির দলের প্রবেশ জয়পুরে। নাজেহাল জঙ্গল লাগবো গ্রামের মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *