ময়নাপুর অঞ্চল 30 তম বর্ষের কৃষি মেলায় গান গেয়ে সকলের মন জয় করলেন জয়পুর ভূমি ও ভূমি দপ্তরের প্রাক্তন বি এল আর ও শুভেন্দু বিশ্বাস। সংগীত প্রেমী দর্শক ভর্তি মাঠে নাচতা হু গাতা হু গানে দর্শকদের নাচিয়ে দিলেন দর্শকদের।
প্রতিবছর জয়পুর উৎসবে আসলেও এ বছরে মঞ্চ দেখতে পাওয়া যায়নি, দর্শকদের মন খারাপ ছিল তবে ময়নাপুর কৃষী মেলায় মঞ্চে গান গাইতে দেখে খুশি সকলে। জয়পুর মেলার প্রথম বর্ষ শুরু করার তৎকালীন জয়পুর বিএলারও শুভেন্দু বিশ্বাস, এর ভূমিকাও ছিল অপরিসীম। তাই তাকে প্রতিবছর আমন্ত্রণ করা হয় তবে এই বছরে তাকে আর দেখতে পাওয়া যায়নি মঞ্চে। এই বছরে ময়নাপুর অঞ্চল কৃষি মেলায় বাঁকুড়া জেলার সংগীত শিল্পী সভাপতি কুমার ইসলামের মঞ্চে তাকে আবারও নতুন করে দেখতে পাওয়ায় খুশি জয়পুরের মানুষ তবে এবার বি এল আর ও আধিকারিক হিসাবে না একেবারে সংগীতশিল্পীর ভূমিকা।
ময়নাপুর অঞ্চল কৃষি মেলা, তিন দিন ধরে চলে আসছে। হাজার হাজার মানুষের ভিড়ে জমে উঠেছে এই মেলা ।
এই কৃষি মেলায় প্রদর্শনী হিসাবে লক্ষ্য করা গেল বহু অন্নদাতা কৃষকের তাদের পরিশ্রমের ফল তাদের শ্রেষ্ঠ ফসল তারা এই মেলায় প্রদর্শনী হিসাবে দর্শকদের দেখানোর জন্য উপহার হিসাবে এই মেলা কমিটির সাজিয়ে রেখেছেন ।
প্রাইজও রয়েছে এই অন্নদাতা কৃষকদের জন্য সেই ব্যবস্থা করেছেন কৃষি মেলা কমিটি ।দেখুন সেই ছবি কি বলছেন ময়নাপুর অঞ্চল সভাপতি ও জয়পুর ব্লক বর্তমান গায়ক শুভেন্দু বিশ্বাস।
ময়নাপুর অঞ্চল 30 তম বর্ষের কৃষি মেলায় গান গেয়ে সকলের মন জয় করলেন জয়পুর ভূমি ও ভূমি দপ্তরের প্রাক্তন বি এল আর ও শুভেন্দু বিশ্বাস

Leave a Reply