দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁকুড়ার জয়পুরে মিছিল, আর সেই মিছিলে পায়ে পা মেলাতে উপচে পড়লো জনসাধারণের ভিড়



“সবার হৃদয়ে রবীন্দ্রনাথের চেতনা, নজরুল । মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ” মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রান । এই প্রবাদ বাক্যকে সামনে রেখে রবিবার বিকেলে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। আর সেই মিছিলে পরিণত হলো মহা মিছিলে। ছয় থেকে সাত হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এদিন জয়পুর ব্লকের রাজশোল এলাকা থেকে এই মিছিল শুরু করে জয়পুর বিডিও অফিস পর্যন্ত এই মিছিল করা হয়। অরাজনৈতিকভাবে প্রত্যেকটি মানুষের হাতে দেশের গর্ব দেশের সম্মান দেশকে আগেই নিয়ে যাওয়ার যে পতাকা, সেই তিরঙ্গা পতাকা নিয়েই মিছিলে হাটলেন সকলেই। প্রত্যেকেই ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন যুবক থেকে বৃদ্ধ সকলেই ৮ থেকে ৮০ সকলে । মিছিল শেষে জয়পুর বিডিও অফিস সংলগ্ন একটি স্থানে দেশের বিভিন্ন মনিষী থেকে শুরু করে হিন্দু ,মুসলিম ,বৌদ্ধ জৈন ,খ্রিস্টান সকল ধর্মের মানুষদের পুস্তবক এবং উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানান জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল, জাকির খান সঙ্গীতা মালিক শর্মিষ্ঠা ব্যানার্জি মাম্পি দে দিলীপ খা ও বাবর আলী টোটাল সহ একাধিক নেতৃত্ব সহ বিভিন্ন সাধারণ মানুষজন এই মিছিলে উপস্থিত ছিলেন।
Leave a Reply