
প্রধানন্ত্রীর সভার আগে জার্সি বদলের খেলা চলছে কুমারগ্রাম ব্লকে।
কুমারগ্রাম ব্লকে এ যেন দল বদলের খেলা চলছে। কোথাও বিজিপি ছেড়ে তৃণমুলে আবার কোথাও ঠিক উল্টো শাসকদল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে কর্মীরা। রবিবার বিকেলে এন কে এস গ্রামপঞ্চায়েতে তৃণমূল ছেড়ে বিজেপিতে ১১টি পরিবার যোগদান করে এমনটা জানানো হয় কুমারগ্রাম দুই নং মন্ডল বিজেপির তরফে। আপর দিকে বিজেপি ছেড়ে তৃণমূলে জোগদান করেছে ৫০ টি পরিবার এই তথ্য জানোনো হয় তৃণমূলের পক্ষ্য থেকে। তবে শাসক বিরোধী দুই দলের নাতারাই নিজের দলের ভাঙ্গনের কথা মানতে নারাজ। তৃণমূলের দাবি কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার বুথ থেকে ৫০ টি পরিবার তৃণমূলে এসেছে।আপরদিকে বিজেপির দাবি রাজ্য সভার সাংসদের এলাকা থেকে ১১টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে।
নিমাই চাঁদ,কুমারগ্রাম, আলিপুরদুয়ার।
Leave a Reply