জেলা প্রেস ক্লাবের বৈঠক বারবিশায়। রবিবার আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল অসম বাংলা সীমানার বারবিশায়। শাখা সংগঠন কুমারগ্রাম শামুকতলা প্রেস ক্লাবের কার্যালয়ে আয়োজিত বৈঠকে জেলার ৬ টি ব্লকের সাংবাদিকরা এদিনের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। জেলা প্রেস ক্লাবের কোর কমিটির মোট ১০ সদস্য উপস্থিতিতে পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। প্রবীণ সাংবাদিক কামাখ্যা দাসের সভাপতিত্বে সভায় ফলপ্রসু আলোচনা হয়েছে। জেলা প্রেস ক্লাবের নির্মীয়মান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন নিয়ে এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অনির্বাণ চৌধুরী, শম্ভুচরণ নাথ, নীহাররঞ্জন ঘোষদের মতো প্রবীণ সাংবাদিকরা। এছাড়াও উপস্থিত সকলেই নিজেদের মতামত প্রদান করেন। পরবর্তী সভা জলদাপাড়ায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এব্যাপারে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের সম্পাদক অম্লানজ্যোতি ঘোষ টেলিফোনে কী জানালেন শুনুন- নিমাই চাঁদ, কুমারগ্রাম,আলিপুরদুয়ার।


Leave a Reply