
বাঁকুড়ায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ বাঁকুড়া জেলা সংশোধনাগারে হাজির হন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিধল। বাঁকুড়া জেলা সংশোধনাগারের ভিতরে ঢুকে জলের মধ্যে থাকা মহিলা ও পুরুষ কয়েদীদের সাথে কথা বলার পাশাপাশি জেলের মধ্যে সব ধরনের বিষয় খতিয়ে দেখেন তারা। ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখী হয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য জানান, অনান্য জেলার শংশোধনাগারের তুলনায় বাঁকুড়া সংশোধনাগারের সব ধরনের ব্যবস্থা খুব ভালো। কয়েদীদের খাবার দাবার থেকে নানান পরিষেবা নিয়ে প্রশংসা করেন তিনি। পাশাপাশি মহিলা কমিশনের সদস্যা জানান, পারিবারিক বিবাদে খুন এই বিষয়গুলোর দিকে একটু বেশী দৃষ্টি দেওয়া প্রয়োজন। খুনের আগে যাতে প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিয়ে এই বিষয়গুলো একটু এড়ানো যায় সেই দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে কর্তৃপক্ষে প্রস্তাব দেওয়া হয়েছে। এদিন জেলা সংশোধনাগার পরিদর্শন করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ পরিদর্শনে যান প্রতিনিধি দলটি।

Leave a Reply