জলে ভাসছে সোনামুখী হসপিটাল, সাথে ঔষধ ও সরঞ্জাম, তবুও থমকে নিয়ে চিকিৎসা এভাবেই চলছে রোগী পরিষেবা।

Bangla circle news

জলে থৈথৈ সোনামুখী হাসপাতাল, জলে ভাসছে ঔষধের প্যাকেট, পা তুলে বসে রয়েছে রোগী রোগীর আত্মীয়রা, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে এই সমস্যা ক্ষোভ সাধারণের, মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষ,

সোনামুখী, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামীণ হাসপাতালে চরম অব্যবস্থা। ক্ষুব্ধ রোগী রোগের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা। গতকাল দুপুরে সোনামুখী শহর জুড়ে তুমুল বৃষ্টি হয়। বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে সোনামুখী হাসপাতাল। আউটডোর থেকে হাসপাতালের ইনডোর সব জায়গায় জলমগ্ন হয়ে পড়ে জলমগ্নের ছবি মোবাইল বন্দি করেন রোগী এবং রোগীর আত্মীয়রা। এরপরেই সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় হাসপাতালের ভেতরে জল থই থই পরিস্থিতি রোগীরা পা তুলে ওপরে বসে রয়েছে। ঔষধ এর প্যাকেট জলে ভাসছে। রোগী এবং স্থানীয়দের দাবি ডাক্তারবাবু ও চেয়ারের ওপরে পা তুলে বসে রয়েছেন জলের কারণে। তাদের অভিযোগ হাসপাতালের পরিকাঠামো ঠিক নেই। হাসপাতালে ড্রেন গুলি সংস্কার করা হয় না তাই এই সমস্যা। স্থানীয়দের দাবি অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ যেন এই সমস্যার সমাধান করে। কারণ সোনামুখী গ্রামীণ হাসপাতাল সোনামুখী ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ পরিষেবা নিতে আসে। হাসপাতালে রোগ সারাতে এসে এইভাবে দুর্ভোগে পড়তে হয় তাদের। স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেয় স্থানীয়রা।

যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের বি এম ও এইচ কে বারংবার ফোন করলে তিনি সংবাদ মাধ্যমের phone রিসিভ করেননি।

বাইট:-
1) রবিয়াল মিদ্যা (রোগী)
2) মুকুল মাঝি (এম্বুলেন্স চালক, স্থানীয় বাসিন্দা)
3) সন্ধ্যা বাগদী (রোগীর আত্মীয়)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *