এবার ইলেকট্রিক বাল্ব জ্বালতে গিয়ে ইলেকট্রিক তারে শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমানের পঞ্চায়েত সদস্য নদিয়া দের। আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি ইলেকট্রিক তারে শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্যর।
যার যারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, যার জেরে হেতিয়া অঞ্চল তো বটেই গোটা ব্লক জুড়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আবারো হারালো ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু দীর্ঘদিনের সৈনিক কে।
জানা যায় গতকাল রাত্রিবেলা পুকুরে মাছ ধরার জন্য বাল্ব জ্বালাচ্ছিলেন সেই সময় ইলেকট্রিক শক লাগে, সাথে সাথে এলাকার মানুষ উদ্ধার করে নিয়ে যায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।। সেখানে চিকিৎসকেরা চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করেন। আর এই খবর গতকাল রাত্রে বেলায় চারিদিকে জানাজানি হতেই হসপিটাল চত্বরে ছুটে আছেন ও ভিড় জমান তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী।
আজ জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় জয়পুর থানার পুলিশ। কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি জানাচ্ছেন জয়পুর ব্লকের প্রাক্তন সভাপতি ইয়ামিন শেখ। চলুন সোনাব আপনাদের।।

Leave a Reply