How To Make 1 Crore Rupees: ২০ বছরে ১ কোটি টাকা মিলবে সহজেই, দেখে নিন কত টাকার SIP করতে হবে ?

Bangla circle news

SIP Return Calculator: দেখে নেওয়া যাক ২০ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করতে প্রতি মাসে কত টাকার SIP করতে হবে।এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে। বর্তমান সময়ে SIP বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেকেই এখন প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করছেন। তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে।

বর্তমান সময়ে SIP বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেকেই এখন প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করছেন। তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।অধিকাংশ ইক্যুইটি ফান্ডে ২০২৩ সালের রিটার্ন ৫০ শতাংশের বেশি ছিল। ভবিষ্যতেই একই হারে রিটার্ন মিলবে, তা বলা যায় না। তবে গত কয়েক বছর অনেক মিউচুয়াল ফান্ড ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।অধিকাংশ ইক্যুইটি ফান্ডে ২০২৩ সালের রিটার্ন ৫০ শতাংশের বেশি ছিল। ভবিষ্যতেই একই হারে রিটার্ন মিলবে, তা বলা যায় না।

তবে গত কয়েক বছর অনেক মিউচুয়াল ফান্ড ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।মাত্র ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। একটানা বিনিয়োগ করে গেলে ২৫ বছরে কোটি টাকার রিটার্ন মিলতে পারে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে হয়। তবে চাইলে বিনিয়োগের পরিমাণ বাড়ানোও যায়। দেখে নেওয়া যাক ২০ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করতে প্রতি মাসে কত টাকার SIP করতে হবে।মাত্র ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। একটানা বিনিয়োগ করে গেলে ২৫ বছরে কোটি টাকার রিটার্ন মিলতে পারে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে হয়। তবে চাইলে বিনিয়োগের পরিমাণ বাড়ানোও যায়। দেখে নেওয়া যাক ২০ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করতে প্রতি মাসে কত টাকার SIP করতে হবে।৭৬০০ টাকার SIP দিয়েও ১ কোটি টাকার তহবিল তৈরি করা যেতে পারে -যদি প্রতি বছর গড়ে ১২ শতাংশ আনুমানিক রিটার্ন পাওয়া যায়, তাহলে ১১,০০০ টাকার SIP-এর মাধ্যমে ২০ বছরে ১.০১ কোটি টাকার তহবিল তৈরি করা যেতে পারে। একইভাবে, যদি প্রতি বছর গড়ে ১৫ শতাংশ আনুমানিক রিটার্ন পাওয়া যায়, তাহলে ৭৬০০ টাকার SIP দিয়ে ২০ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করা যেতে পারে। তবে এখানে মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এই সময়ের মধ্যে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। যদি কেউ মাসিক বিনিয়োগ মিস করেন, তাহলে নিজের লক্ষ্যও মিস হতে পারে।৭৬০০ টাকার SIP দিয়েও ১ কোটি টাকার তহবিল তৈরি করা যেতে পারে -যদি প্রতি বছর গড়ে ১২ শতাংশ আনুমানিক রিটার্ন পাওয়া যায়, তাহলে ১১,০০০ টাকার SIP-এর মাধ্যমে ২০ বছরে ১.০১ কোটি টাকার তহবিল তৈরি করা যেতে পারে। একইভাবে, যদি প্রতি বছর গড়ে ১৫ শতাংশ আনুমানিক রিটার্ন পাওয়া যায়, তাহলে ৭৬০০ টাকার SIP দিয়ে ২০ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করা যেতে পারে। তবে এখানে মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এই সময়ের মধ্যে বিনিয়োগ চালিয়ে যেতে হবে।

যদি কেউ মাসিক বিনিয়োগ মিস করেন, তাহলে নিজের লক্ষ্যও মিস হতে পারে।SIP থেকে প্রাপ্ত রিটার্নের উপর মূলধন লাভ কর দিতে হবে। এর পাশাপাশি, যদি ২০ বছরের বেশি সময় হাতে থাকে, তাহলে ভবিষ্যতের জন্যও এটি চালিয়ে যাওয়া যেতে পারে। যদি কেউ SIP ২০ বছরের বেশি সময় ধরে চালায়, তাহলে রিটার্ন প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে। তবে, এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, SIP থেকে প্রাপ্ত রিটার্নের উপর মূলধন লাভ করও দিতে হবে। অতএব, কর প্রদানের কথা মাথায় রেখে, SIP-এর পরিমাণ বৃদ্ধি করা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। না হলে রিটার্ন কম হবে!SIP থেকে প্রাপ্ত রিটার্নের উপর মূলধন লাভ কর দিতে হবে। এর পাশাপাশি, যদি ২০ বছরের বেশি সময় হাতে থাকে, তাহলে ভবিষ্যতের জন্যও এটি চালিয়ে যাওয়া যেতে পারে। যদি কেউ SIP ২০ বছরের বেশি সময় ধরে চালায়, তাহলে রিটার্ন প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে। তবে, এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, SIP থেকে প্রাপ্ত রিটার্নের উপর মূলধন লাভ করও দিতে হবে। অতএব, কর প্রদানের কথা মাথায় রেখে, SIP-এর পরিমাণ বৃদ্ধি করা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। না হলে রিটার্ন কম হবে!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *