
SA vs BAN: ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের এমার্জিং দলের টেস্ট ম্যাচে যা ঘটল তা ছাপিয়ে যেতে পারে ক্রিকেটের অনেক অপ্রীতিকর ঘটনাকে।ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের এমার্জিং দলের টেস্ট ম্যাচে যা ঘটল তা ছাপিয়ে যেতে পারে ক্রিকেটের অনেক অপ্রীতিকর ঘটনাকে। ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি বাদ গেল না কোনও কিছুই।মিরপুরে চলছে বাংলাদেশ ইমার্জিং টিম এবং সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের মধ্যে চার দিনের টেস্ট ম্যাচ। প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়। কিন্তু দ্বিতীয় দিনে ক্রিকেট মাঠে তুমুল মারপিঠ দেখল ক্রিকেট বিশ্ব। প্রোটিয়া বোলার শেপো এনতুলির ওভারে ছয় মারেন বাংলাদেশের টেলেন্ডার ব্যাটার রিপন মণ্ডল।টেলেন্ডারের হাতে ছয় খেয়ে মেনে নিতে পারেননি এনতুলি। সোজা এগিয়ে গিয়ে রিপনকে ধাক্কা মারেন প্রোটিয়া অফ স্পিনার। গালিগালিজও করেন বলে অভিযোগ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রিপন। কিন্তু এনতুলিকে থামানো যায়নি। সোজা গিয়ে ঘুষি মারেন। অন্যান্য ক্রিকেটাররা এসেও সহজে থামাতে পারেননি প্রোটিয়া স্পিনারকে।

Leave a Reply