মহিলা পুলিশকর্মীদের ‘সিঁদুর’ পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা! মমতার মন্তব্যে পদ্মের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়

Bangla circle news

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা হুগলির চুঁচুড়ায়। মহিলা পুলিশকর্মীদেরই সিঁদুর পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা! যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা হুগলির চুঁচুড়ায়। মহিলা পুলিশকর্মীদেরই সিঁদুর পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা! যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হল।বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পরেই তাঁকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।ওই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ তাঁদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময়েই মহিলা পুলিশকর্মীদের কপালে সিঁদুর পরিয়ে দেন বিজেপির মহিলা কর্মীরা। পরে এক মহিলা পুলিশকর্মীদের বলতে শোনা যায়, ‘‘আমরা এখানে ডিউটি করতে এসেছি। জোর করে সিঁদুর পরিয়ে দিল!’’যদিও বিজেপির দাবি, মহিলা পুলিশকর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। নিরুপা চক্রবর্তী নামে এক বিজেপি কর্মী বলেন, ‘‘সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব। পুলিশকর্মীরা অবশ্য নিজে থেকেই সিঁদুর পরেছেন।’’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *