নিত্যানন্দ গরাই এর বাগানে এখন আমের সমাহার। ১২৫ প্রজাতির আমের চাষ করে সেই আম জেলা রাজ্যে ছেড়ে পাড়ি দিচ্ছে দেশ বিদেশে।।

Bangla circle news

বাঁকুড়াঃ গঙ্গাজলঘাটির পাকতোড় গ্রামের নিত্যানন্দ গরাই এর বাগানে এখন আমের সমাহার। ১২৫ প্রজাতির আমের চাষ করেছেন তিনি।এখন তার বাগানের আম বাঁকুড়ায বাইরে অন্য রাজ্যেও পাড়ি দিচ্ছে। যা তাকে আর্থিক স্বাচ্ছলতা দিচ্ছে।

নিত্যানন্দ গরাই তার আম ও আমের বাগান প্রসঙ্গে বলেন,  আমের ফলন অনেক বেশী। বর্তমানে চাহিদাও বেশ ভালো। মানুষ বাগানে এসেই আম সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। মালদা-মুর্শিদাবাদের থেকেও ভালো তার আম। এখন প্রচুর চাহিদা আমের। ফলে রোজগার বেশ ভালো হচ্ছে। সব মিলিয়ে সময় বেশ ভালো কাটছে তার।

নিত্যানন্দ গরাই আরও তার আম ও আমের বাগান প্রসঙ্গে বলেন, শুধুমাত্র আমের প্রতি দূর্বলতা ও ভালোবাসা থেকেই এই বাগান তৈরীর সাথে যুক্ত হয়ে পড়া। ইতিমধ্যে বাগানে দেশী-বিদেশী মিলিয়ে ১২৫ প্রজাতির আমের গাছ থাকলেও আরও নতুন প্রজাতির গাছের সন্ধান চলছে।অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন অনেক বেশী। বর্তমানে চাহিদাও বেশ ভালো। মানুষ বাগানে এসেই আম সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আমের জন্য বিখ্যাত মালদা-মুর্শিদাবাদকেও স্বাদ ও গন্ধে বাঁকুড়ার আম অনেক পিছনে ফেলে দিয়েছে বলেও তিনি দাবি করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *