সংকোষ নদীর ঘোলা জলে বাঘাআরই, মাছ দেখতে ভিড় উৎসাহী মানুষের।

সংকোষ নদীর ঘোলা জলে মৎসজীবিদের জালে ধরা পড়ল বিশালাকৃতির বাঘা আরই মাছ। পাহাড়ে বৃষ্টির ফলে বেশ কয়েকদিন থেকেই ঘোলা জল বয়ে আসছে পাহাড়ি নদীগুলিতে। শনিবার সকালে অসম-বাংলা সীমানা ঘেঁষা সংকোশ নদীতে
মৎসজীবিদের জালে ধরা পড়লো বড় বড় দুটি বাঘা আরই মাছ। পাঁচ ফুট, এবং চার ফুট লম্বা বিশিষ্টের মাছ গুলির ওজন প্রায় ৫০ কেজি ও ৪৫ কেজি। এত বড় অকারের মাছ ধরা পড়েছে শুনতে পেড়ে মাছ দেখার জন্য উৎসাহী মানুষেরা ভিড় জমায়।জানাগিয়েছে এর আগেও বেশ কিছু বড় বড় মাছ ধরা পড়েছে সংকোশ নদীতে। খবরপেয়ে অসমের ককরাঝার জেলার সাপকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যাবসায়ী ছুটে আসেন নদীর পাড়ে। ৩৫ হাজার টাকার বিনিময়ে একটি মাছ কিনে নিয়ে যান তিনি। এদিন মৎসজীবিদের জালে আনুমানিক ৭০ হাজার টাকার মাছ ধরা পড়েছে।

নিমাই চাঁদ, কুমারগ্রাম,আলিপুরদুয়ার।
Leave a Reply