আবারো সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনার বিকর শব্দে কেঁপে উঠল এলাকা।

খাতরা বাঁকুড়া অন্তিকা বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আহত একাধিক।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি বাঁকুড়া- খাতড়া রাজ্য সড়কের সুপুরের কাছে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে খাতড়ায়।বাঁকুড়া গামী একটি বেসরকারী বাস ও তার সাথে খাতড়া মুখী একটি পিকাপ ভ্যানের সংঘর্ষ হয়। এতটাই সংঘর্ষের শব্দ হয় যে শব্দ শুনে ছুটে আছেন আশপাশ এলাকার মানুষ, উদ্ধার করেন আহত ব্যক্তিদের খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ ও এলাকাবাসী এসে তাদের খাতড়া মহাকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তাদের চিকিৎসা চলছে এমনটাই খবর।

তবে কিভাবে এই দুর্ঘটনা তাকেও দেখেনি। মুখোমুখি সংঘর্ষের জেরে বাসের এক ধার ভেঙে দুমড়ে যায়।
অপরদিকে পিকআপ ভ্যান দুমড়ে মুজরে রাস্তার মাঝেয় পাল্টি হয়ে যায়,
পুলিশ এসে পালটি হয়ে যাওয়া পিক আপ ভ্যান উদ্ধার করে ক্রেন দিয়ে। দেখুন সেই ভয়াবহ চিত্র।
আপনারা দেখছেন বিসিএন বাংলা, জনগণের পক্ষে বাংলার সংবাদ।
Leave a Reply