বহু প্রাচীন দশহরা উৎসব,সেই উৎসবে মাতল বিশেষ সম্প্রদায়ের মানুষ।

Bangla circle news

পাহাড়পুরে দশহারা উৎসব ও গ্রামীণ মেলা।
-সংবাদদাতা


বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত আমোদপুর শহরের দক্ষিনে,বকেশ্বর নদীর ধারে, পাহাড়পুর গ্রামে বহু প্রাচীন শ্রী শ্রী মনসা মাতার মহা পূজা উপলক্ষে দশহরা উৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হলো,৩রা জুন হতে ৭ই জুন ২০২৫ পর্যন্ত। এই উৎসবটি কে কেন্দ্র করে স্থানীয় অঞ্চলে জনচেতনার চমৎকার বাতাবরণ গড়ে ওঠে।

বিশেষ করে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত হতে আদিবাসী সম্প্রদায়ের ব্যাপকমানুষ এই উৎসবে শামিল হয়ে থাকে। ৩রা জুন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দশাহরা উৎসবের শুভ সূচনা হলো। বিকালে বাল্যবিবাহ রোধের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো , উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি রাজকুমার ফুলমালি, সম্পাদক এ এম, জামাল সাহেব, কোষাধ্যক্ষ মিঠুন দাস এবং আনন্দপাঠ শিক্ষা কেন্দ্রের সমাজসেবী মহিলা গন। রাত্রিতে দূরদর্শন ও বেতার শিল্পী সনৎ মুখার্জী সম্প্রদায়ের কর্তৃক মনসামঙ্গল পালা গান ।

৪ তারিখে বিকালে এলাকার দুস্থদের মধ্যে জামা গেঞ্জি প্যান্ট এবং শাড়ি বিতরণ করা হলো ৬৪ জন মানুষের মধ্যে, রাতে মনসামঙ্গল পালা গান। ৫ তারিখ মা মনসার মহা পূজা, চন্ডী পাঠ, যোগ্য,বেলা একটার পর মা মনসার,বড়মা ছোট মা,গ্রাম পরিক্রমা ও গাছ মঙ্গলা অনুষ্ঠান। বিকালে বলিদান,পরে প্রসাদ বিতরণ, রাতে মনসামঙ্গল পালা গান।, ৬ই জুন বিকালে সংড়া ও নানুবাজার আদিবাসী পাড়ার লোকনৃত্য। সন্ধ্যায় গুণীজনদের সংবর্ধনা। সন্ধ্যা সাত ঘটিকায় বোলপুর সঙ্গীতায়ন পরিবেশিত নৃত্যনাট্য ও রকমারি গানের অনুষ্ঠান। রাত্রি ৮ঃ০০ ঘটিকার পর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অনুমোদনের তপন দাস সম্প্রদায়ের বাউল গান। ৭ই জুন বিকালে পাহাড়পুর ও শহিষপুর আদিবাসী লোকনৃত্য।

৭ ঘটিকায় কবিতা হেমরম পরিচালিত একাঙ্গ নাটক, আম্মাজান,,। রাত্রি ৮ঃ০০ ঘটিকায় পরান বন্ধু লোক ব্যান্ডের লোকসংগীত ও লোকনৃত্য। মেলাগুলোতে জনসাস্থ্য সচেতনতামূলক প্রচার খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া এই মেলাতে উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ও উভোক্তাদের অধিকার পণ্য পরিষেবা পণ্যের গুণগত মান ও নিরাপত্তা উপভোক্তা সুরক্ষা আইন ইত্যাদি বিভিন্ন বিষয়ে পোস্টার ও প্রদর্শনী স্টল লিফলেট বিতরণ জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।উৎসব অনুষ্ঠানে জাতির ধর্ম নির্বিশেষে ব্যাপক মানুষের সমাগম ঘটেছে, সেবাইদের পক্ষে জয়দেব দেবাংশী গ্রাম ও এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় সুস্থ সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করলেন।

ভিডিও দেখুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *