
প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই মূর্তি ব্যাতিক্রমি এবং মহামূল্যবান বলে দাবি গবেষকদের।
বালি খোড়ার সময় বেরিয়ে এল প্রাচীন মূর্তি৷ গবেষকদের দাবি বাদামী বেলে পাথরের নির্মিত দ্বাদশ ভূজা এই বিষ্ণু মূর্তি একাদশ ও দ্বাদশ শতকের। এই মূর্তি মহামূল্যবান এবং ব্যাতিক্রমী বলে দাবি বিশেষজ্ঞদের। বাঁকুড়ার ওন্দা থানার ওলার দুবরাজপুর নবগ্রাম দ্বারকেশ্বর নদের বালি ঘাট থেকেই উদ্ধার হয়েছে মূর্তিটি।

বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের গর্ভে নানান পুরাকৃতি ছড়িয়ে রয়েছে। নদের গর্ভে একের পর এক মূর্তি উদ্ধারের ঘটনায় টের পাওয়া গেছে প্রাচীন ইতিহাসের৷ ফের ওন্দা থানার ওলা দুবরাজপুরের নবগ্রাম দ্বারকেশ্বর নদের বালি ঘাট থেকে উদ্ধার হল প্রাচীন বিষ্ণু মূর্তি। শনিবার বিকেলে বালি তোলার সময় বেরিয়ে আসে প্রাচীন মূর্তি। এলাকার মানুষ মূর্তিটি উদ্ধার করে স্থানীয় একটি মন্দিরে রাখে। স্থানীয় মানুষের দাবি তারা শুনেছেন দ্বারকেশ্বর নদের ধারে ছিল প্রাচীন মন্দির। দ্বারকেশ্বর নদের গর্ভে সেই মন্দির ধসেও পড়ে।
সেই মন্দিরের এই মূর্তি বলে দাবি এলাকা বাসীর। গবেষকদের দাবি, এই মূর্তি বাদামী বেলে পাথরের। একাদশ ও দ্বাদশ শতকের প্রাচীন এই মূর্তি। দ্বাদশ ভূজা বিশিষ্ট এই মূর্তি একটু ব্যাতিক্রমী ধরনের। পুরো মূর্তির অলংকরন থেকে তা স্পষ্ট। এর আগেও একাধিক মূর্তি উদ্ধার হয়েছে দ্বারকেশ্বর নদের গর্ভে সেগুলির থেকেও এই বিষ্ণু মুর্তির ধরন বৈশিষ্ট্য একটু ব্যাতিক্রমী ধরনের।
Leave a Reply