‘খবর সম্প্রচারের ২৪ ঘণ্টার মধ্যে বড় পদক্ষেপ বনদফতরের, উপড়ে ফেলা হল বেআইনি পথবাতি।

খবর সম্প্রচারের চব্বিশ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নিল বাঁকুড়ার বনদফতর। বন্যপ্রাণীর করিডরে বেআইনি ভাবে বসানো ২৫টি উচ্চক্ষমতার পথবাতি একে একে উপড়ে ফেলল বনদফতরের আধিকারিকরা। অভিযুক্ত এক বেসরকারি বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ এই বাতিগুলি বসিয়েছিল বলেই অভিযোগ।

ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত বিষ্ণুপুর রেঞ্জের লটিহীড় জঙ্গলের মধ্যে দু’নম্বর রাজ্য সড়কের ধারে। এই এলাকা দীর্ঘদিন ধরেই হাতি ও অন্যান্য বন্যপ্রাণীদের পারাপারের করিডর হিসেবে পরিচিত। সেখানেই স্থানীয় একটি বেসরকারি হোটেল কর্তৃপক্ষ কোনো অনুমতি ছাড়াই বসায় একের পর এক পথবাতি। এতে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এবং করিডরের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এই বেআইনি কাজ প্রথম সামনেতুলে ধরি আমরা। খবর সম্প্রচারের পরই বনদফতর সক্রিয় হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে সমস্ত বাতি ও স্তম্ভ তুলে ফেলা হয়। বনদফতর জানায়, বন্যপ্রাণ সুরক্ষায় কোনওরকম ছাড় দেওয়া হবে না এবং অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনা সম্পর্কে হোটেল কর্তৃপক্ষের এক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এইভাবে কিছু বলা যাবে না। বরং ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টা করেন।
Leave a Reply