খাল সংস্কারে গ্রামে হবে উন্নয়ন, আর সেই উন্নয়নযোগ্য চলাকালীন জলের তোরে ভেঙে গেল একাংশ। গাফিলতি কার?

Bangla circle news

ভাঙন রোধের কাজ চলাকালীন জলের তোড়ে ভেঙে গেল একাংশ। ঠিকাদার সংস্থার গাফিলতিতেই এমন কাণ্ড অভিযোগ স্থানীয়দের। তর্জা শাসক বিরোধী।।।

ভাঙন রোধের কাজ চলাকালীন জলের তোড়ে  ভেঙ্গে পড়ল একাংশ। ঠিকাদার সংস্থার গাফিলতিতেই এমন কান্ড বলে অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। কাজের গুনমান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা৷ অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থা। বাঁকুড়ার ওন্দা ব্লকের ধগড়িয়া গ্রামের ঘটনা। 

প্রায় ১ বছর আগে প্রবল বৃষ্টির জেরে বাঁকুড়ার ওন্দা ব্লকের ধগড়িয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া  কুকড়া খালের জল ফুলেফেঁপে উঠে।  প্রায় ৫০০ মিটার জায়গা জুড়ে এই খালের পাড় ধসে পড়ে। স্থানীয়  প্রশাসন ও সেচ দফতর ভয়ংকর এই পাড়ের ধস দেখেই গ্রাম বাঁচাতে পাড় বাঁধানোর পরিকল্পনা গ্রহন করেন। সম্প্রতি শুরু হয় বালির বস্তা দিয়ে কুকড়া খালের পাড় বাঁধানোর কাজ। কাজ চলাকালীন হল বিপত্তি।

দুদিনের বৃষ্টিতে ফের কুকড়া খালের জলে তোড়ে ভেঙে পড়ে বালির বস্তা দিয়ে বাঁধানো একাংশ। আর তাতেই ক্ষোভ জমে এলাকার মানুষের। গ্রামের মানুষের দাবি, কাজ করার সময় ঠিকাদার সংস্থা কে সতর্ক করা হয় খালের মাঝের জমে থাকা মাটির স্তর সরিয়ে জল নিকাশির ব্যবস্থা করেই পাড় বাঁধানোর কাজ করার। কিন্তু তাতে কোন কর্নপাত না করায় ঠিকাদার সংস্থার গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলেই দাবি এলাকবাসীর।

তাছাড়া অস্থায়ী যেভাবে পাড় বাঁধানো হচ্ছে সেই কাজ নিয়েও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নানান প্রশ্ন উঠছে। কাজে বেনিয়ম হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বরাত পাওয়া ঠিকাদার। সরকারী estimate অনুযায়ী কাজ করা হচ্ছে বলে দাবি ঠিকাদারের।  এদিকে এই ঘটনা কে নিয়ে শাসক ও বিরোধী তর্জা শুরু হয়েছে।    

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *