ইন্দাসে কথা রাখলেন বিজেপি বিধায়ক নির্মল ধারা, শুরু হল নদী বাঁধের কাজ।
বাঁকুড়ার ইন্দাস বিধানসভার বেতালন গ্রামে অবশেষে শুরু হল নদীবাঁধ নির্মাণের কাজ। দীর্ঘদিনের দাবি, শেষমেশ বাস্তবায়নের পথে। কথা দিয়ে কথা রেখেছেন বিজেপি বিধায়ক নির্মল ধারা। ফলে খুশির হাওয়া ছড়িয়েছে ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেতালন গ্রামে।

দ্বারকেশ্বর নদীর দু’পারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন চলছিল। যার ফলে ভয়াবহ নদীভাঙন শুরু হয় এলাকায়। নদীগর্ভে চলে গেছে বিঘার পর বিঘা চাষের জমি, বসতভিটে, বহু পরিবার ঘরছাড়া হয়েছেন। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয়রা। গ্রামবাসীদের আশঙ্কা ছিল এভাবে চললে আর কয়েক বছরের মধ্যে গ্রামটাই তলিয়ে যাবে নদীতে।

এই পরিস্থিতিতে ২০২৪ সালের বর্ষায় বিজেপি বিধায়ক নির্মল ধারা নৌকায় চেপে এলাকা পরিদর্শনে যান। নদীভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখে তিনি প্রতিশ্রুতি দেন, নিজের ক্ষমতার মধ্যে থেকে দ্রুত ব্যবস্থা নেবেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, বারবার পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবৈধভাবে বালি তুলতে তুলতে নদীর তলদেশের মাটি উঠে যাওয়ায় ভাঙন আরও বাড়ছে।

পরে তিনি সেচ দফতরে লিখিত আবেদন করেন নদীবাঁধ নির্মাণের জন্য। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সেই কাজ শুরু হয়েছে।
বাঁধ নির্মাণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। তাঁরা জানান, “এতদিনে কেউ আমাদের কথা শুনল। বিধায়ক নিজে এসে দেখেছেন, কথা দিয়েছিলেন, আজ কাজ হচ্ছে। ধন্যবাদ ওনাকে।”

এই উদ্যোগে যেমন রক্ষা পাবে জমি ও ঘরবাড়ি, তেমনই ফিরে আসবে এলাকাবাসীর স্বস্তি ও নিরাপত্তা।
Leave a Reply