
আবারো জয়পুর বেড়াতে এসে দুর্ঘটনা কবলে হুগলির গোঘাটের দুই যুবক, আশঙ্কাজনক এক আহত আরো এক।
এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি বাঁকুড়ার জয়পুর বেড়াতে এসে বাড়ি ফেরার পথে বালির লরীকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই বাইক আরোহী, আশঙ্কাজনক এক আহত আরো এক।

দুজনেরই বাড়ি, হুগলির গোঘাট থানার কমলা গ্রামে। নাম অর্পণ পোড়েল ও আরেকজনের নাম এস কে ইসলাম। এদের দুজনের মধ্যে অর্পণ পড়েলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থান দূরত্ব করে।

স্থানীয় সূত্রে খবর জয়পুর দিক থেকে ছুটে আসা একটি বাইক কোতুলপুর দিকে যাচ্ছিল সেই সময় জয়পুর ব্লকের গেলিয়া এলাকায় একটি লরি একই দিকে যাচ্ছিল সেই সময় ওভারটেক করতে যায় বাইক চালক, সেই সময় লরির সামনে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়, দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ, সাথে সাথে খবর দেয়া হয় জয়পুর থানায়।

আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্থানীয় এলাকার মানুষ ও পুলিশ প্রশাসন। দ্রুত শুরু করে চিকিৎসা, চিকিৎসকেরা একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই তাদের চিকিৎসা চলছে বলেই খবর।। তবে ঘাতক ওই বালির লরিটিকে আটক করে জয়পুর থানায় নিয়ে যায় পুলিশ।।
Leave a Reply