রাস্তায় পড়ে এক হিংস্র বন্য জন্তু প্রাণীর বাচ্চা, যাকে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার জয়পুরে।

রাস্তায় পড়ে এক ক্ষুদ্র ছোট্ট প্রাণী মায়ের খোঁজে মাও মাও করে চিৎকার করছে রাস্তার ধারে। গ্রামের লোকজনের ভয়ে ছেড়ে গেছে মা, মাকে না দেখতে পেয়ে মায়ের কান্নায় রাস্তায় পড়ে চেঁচিয়ে যাচ্ছে এই ক্ষুদে প্রাণীটি। এক ব্যক্তি বাচ্চা ছেলের কান্নার শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে রাস্তার ধারে। তারপর দেখেন একটা অজানা প্রাণী হুবহু দেখতে বেড়াল ছানার মত,কিন্তু তার নখ গায়ের রং বড় কান ও পায়ের থাবা প্রচন্ড বড় হওয়ায় সন্দেহ দানাবাধে।

মনে হয় বেড়াল ছানা নয় এ এক অন্য কোন জংলি হিংস্র প্রাণীর বাচ্চা। সেই সময় এই ব্যক্তি এই বাচ্চা নিয়ে কি করবে ভেবে উঠতে না পেরে খবর দেয় bcn বাংলা সংবাদ মাধ্যমে। সেই খবর সংবাদমাধ্যমের কানে পৌঁছতেই ছুটে গিয়ে বনদপ্তরকে খবর দিয়ে উদ্ধার করা হয়। তবে বনদপ্তর সূত্রে খবর এই প্রাণীটি একেবারেই নেহাতই ছোট মনে করছেন কোন বন-বিড়াল বা মেছো বেড়ালের বাচ্চা হবে। তবে তারা উদ্ধার করে জয়পুর বনদপ্তরে নিয়ে যায়।

সেখানে সেবা সুশ্রষা করছেন, বলেই খবর।
তো আপনারা কি মনে করছেন এটা কোন প্রাণীর বাচ্চা হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানান।
Leave a Reply