
এড়ানো যাচ্ছে না বাইক দুর্ঘটনা,আবারো মোটর বাইক দূর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক । আহত আরও এক।
মৃত ও আহতদের নাম যথাক্রমে শ্রীমন্ত বাউরী (৩৩) ও বিভীষণ দুলে। বুধবার তালডাংরার হাড়মাসড়া গ্রামের ঘটনা। মৃত শ্রীমন্তের বাড়ি স্থানীয় নবগ্রামে ও আহত বিভীষণের বাড়ি হাড়মাসড়ায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে লক্ষীসাগর-হাড়মাসড়া রাস্তা ধরে একটি মোটর বাইকে চেপে শ্রীমন্ত ও বিভীষণ দুলেরা বাড়ির দিকে আসছিলেন। হাড়মাসড়া বাসস্ট্যাণ্ডে পৌঁছানোর বেশ কিছু আগেই একটি বাঁকের মুখে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিকাশী নালার মধ্যে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ভিলেজ পুলিশ ও সিভিক ভল্যান্টিয়াররা। স্থানীয়দের সঙ্গে নিয়ে তারা গুরুতর আহত দু'জনকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই মৃত্যু হয় শ্রীমন্ত বাউরীর।
পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply