*অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার পাচার হয়ে যাওয়া চাল*

Bangla circle news

গোপী দে, ঝাড়গ্রাম:-

রাতের অন্ধকারে চুপিসারে পাচার হয়ে যাচ্ছিল অঙ্গনওয়াড়ি সেন্টারের চাল। খবর পেতেই তৎপর হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া চালের বস্তা উদ্ধার করল সাঁকরাইল থানার পুলিশ। চুরি যাওয়া চাল ফিরে পেয়ে স্বস্তিতে কুলটিকরী গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালিগেড়িয়া আইসিডিএস কেন্দ্রের।

মঙ্গলবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজার তালা ভেঙে এক বস্তা চাল চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, চালের অন্যান্য বস্তাও ছড়িয়ে-ছিটিয়ে রেখে যায় চোরেরা। পরের দিন সকালে গ্রামবাসীরা সেটিকে লক্ষ করেন এবং খবর দেন সাঁকরাইল থানায়। খবর পেতেই দ্রুত সক্রিয় হয় পুলিশ । সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিষয়টি খতিয়ে দেখার পর কথা বলেন গ্রামবাসীদের সাথে।

ঘটনার পর গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ি সেন্টারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। গ্রামের বাসিন্দা মিঠুন নায়েক ও শিবু দিগারদের দাবি, আইসিডিএস কেন্দ্রে যেন পাকা দেওয়াল এবং বারান্দার ব্যবস্থা করা হয়। পাশাপাশি পানীয় জলেরও বিশেষ অভাব রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি নীলিমা মঙ্গল তরাই বলেন ‘রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী আমাদের সেন্টার থেকে চাল চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পুলিশ খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই চাল আমাদের সেন্টারে নিয়ে আসে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *