গ্রামের বাঁশ ঝোরের ব্যাগে বোমা, আতঙ্কে গোটা গ্রাম।

Bangla circle news

ইলামবাজার ব্লকের ধরমপুর অঞ্চলে নৃপতি গ্রামের করালি পুকুরের পাড় থেকে একটি ব্যাগ সহ কমবেশি ৫ থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে ইলামবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সাতসকালেই।স্থানীয়রা পুকুর পাড়ে হঠাৎ একটি অচেনা ব্যাগ দেখতে পেয়ে ইলামবাজার থানার প্রশাসনকে খবর দেওয়া হয়।

প্রশাসন ঘটনাস্থলে তড়িঘড়ি এসে দেখে একটি ব্যাগ সহ ৫ থেকে ৬ টি তাজা বোমা বাঁশ ঝাড়ের মধ্যে রয়েছে। তৎক্ষণাৎ জায়গাতে চিহ্নিত করে সাধারণ মানুষদেরকে দূরে সরিয়ে দেয় এবং চলে পুলিশের কড়া নজরদারি।তরিঘড়ি ইলামবাজার থানা প্রশাসন বোম স্কোয়ার্ড ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়।

কিছু সময়ের জন্য এই বোম গুলিকে দেখে সাধারণ মানুষদের মধ্যে এক চাঞ্চলের সৃষ্টি হয়। তবে এই বোমাগুলি কে বা কারা রেখে গেছে এখনো পর্যন্ত জানা যায়নি। এই তাজা বোমা রাখাকে কেন্দ্র করে নৃপতি গ্রামের আশেপাশে সকল সাধারণ মানুষদের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়।

সেই ব্যাগ ভর্তি তাজা বোমা গুলি বোম স্কোয়ার্ডের সাহায্যে গ্রাম থেকে দূরে মাটি গর্ত করে নিরাপত্তার মধ্য দিয়ে ডিসপোজ করা হয় বিকাল ৩ টে নাগাদ।।

ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডল এর রিপোর্ট বীরভূম।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *