PHEর জল পৌছয় না বাড়ি বাড়ি, অথচ সেই পাইপ লাইন ফেটে পথশ্রী তিন রাস্তা জলের তলায় এর দায় কার, সারাই হবে কবে?

Bangla circle news

জল পৌঁছায়না বাড়ি বাড়ি অথচ রাস্তা ভাসে পাণীয় জলে!

পি এইচ ই দপ্তরের জলের পাইপ ফেঁটে নষ্ট হচ্ছে পথশ্রী রাস্তা। অপচয় চচ্ছে পাণীয় জল। এখনো পর্যন্ত জল জীবন জল মিশন প্রকল্পের জল পায় না কুমারগ্রাম ব্লকের রাধানগর, ডাঙাপাড়া, লস্করপাড়া, পূর্ব চকচকার মতো গ্রাম গুলি। অথচ পানীয় জল অপচয় হয়ে রাস্তা ভাসে সংশ্লিষ্ট ব্লকের লালস্কুল হাসপাতাল সংলগ্ন এলাকায়। এই সমস্যা আগেও দেখা গিয়েছিল, পথশ্রী রাস্তার কাজ শুরু হলে গা ঢেলামি ভাবে মেরামত করে উপর দিয়ে তৈরি করা হয়েছে পাকা রাস্তা। গা ঢেলেমি মেরামতের কারণেই বছর না ঘুড়তেই ফের জলে ভাসছে ঐ রাস্তাটি ।

আর নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকায় তৈরি করা পথশ্রী রাস্তা। বর্তমানে রাস্তার পাশে তৈরি হয়েছে গর্ত, জলের গতিপথে রাস্তার অন্যপ্রান্তে নিচু হয়ে গিয়েছে রাস্তার একটা অংশ । এলাকার দুটি স্কুলের বাচ্চারা এবং হাসপাতালে যাতায়াতের রোগীরা পা ভিজিয়ে যাতাযাত করছে ঐ রাস্তায়। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদাকে ফোন করা হলে তিনি ভাঙা জলের পাইপ মেরামতের আশ্বাস দিয়েছেন।


ঐ এলাকার জল জীবন জল মিশন প্রকল্পের দায়িত্বে থাকা আই এস এ সুব্রত দাস কে ফোন করা হলে তিনি জানান বিষয়টি পি এইচ ই দপ্তরকে জানানো হবে এবং খুব দ্রুত মেরামত করার ব্যবস্থা করে হবে।।
এই বিষয়ে গ্রামবাসীরা এবং ভল্কা ১গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় কি জানিয়েছেন শুনুন বক্তব্য।


নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *