আবারো দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে এসে অল্টো( ৮০০) গাড়ি ঢুকে পড়লো , স্টিল ফার্নিচার দোকানে।

ঘটনায় আহত ড্রাইভার আতঙ্কিত দোকানের কর্মচারী থেকে মালিক সকলে।
জানা যায় আজ বোলপুর সন্নিকট শিয়ান হসপিটাল এর কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটে।।

বোলপুর অভিমুখে সিয়ান হসপিটালে সন্নিকট মারুতি সুজুকি অল্টো( ৮০০) একটি গাড়ি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে এসে প্রথমে একটি ফার্নিচারের দোকানে স্লাবে ধাক্কা মারে তারপর সেই দোকানের ভিতর গাড়িটি ঢুকে যায় এবং দোকানের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শিতা জানান গাড়িটি এতটাই জোরে যাচ্ছিল যে উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার সাথে সাথেই পাল্টি হয়ে যায়। সাথে সাথেই এলাকার মানুষ ছুটে যান উদ্ধার করে ওই ড্রাইভারকে।

বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কপাল জোরে দোকানে বসে থাকা লোকজনেরা বেঁচে গেছে। বসে থাকা লোকেরা হতভম্ব হয়ে যায়। এই পথ দূরঘটনায় ক্ষতি হয়েছে একমাত্র দোকানদারের জিনিসপত্র ভেঙে গেছে। গাড়িতে ড্রাইভার ছাড়া কোন আরোহী ছিলেন না থাকলে হয়তো আরো বড় দুর্ঘটনা ঘটতো। স্থানীয় মানুষ জন এসে ড্রাইভারকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বোলপুর মহকুমা হসপিটালে ভর্তি করেন ওখানেই তার চিকিৎসা চলছে বলেই খবর।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাজী আমীরুল ইসলামের রিপোর্ট bcn বাংলা।।
Leave a Reply