তালা ভেঙে পার্টি অফিসে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে বাঁকুড়া থানা ঘেরাও, উত্তপ্ত স্টেশন রোড

Bangla circle news

বিজেপির জেলা পার্টি অফিসে মধ্যরাতে তালা ভেঙে পুলিশের অভিযানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া শহর।

রবিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে র‍্যালি করে বাঁকুড়া সদর থানায় এসে পৌঁছান নেতা-কর্মীরা। থানার মূল গেট আগেই বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

প্রায় এক ঘণ্টা ধরে বাঁকুড়া শহরের গুরুত্বপূর্ণ স্টেশন রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে।

বিজেপির অভিযোগ, শনিবার গভীর রাত ২টা নাগাদ বাঁকুড়া সদর থানার আইসির নেতৃত্বে, সদর থানার ও খাতড়া থানার পুলিশ দল যৌথভাবে নতুনগঞ্জে অবস্থিত বিজেপির জেলা পার্টি অফিসে তালা ভেঙে ঢুকে পড়ে। পার্টি অফিসের ভিতরে ঢুকে কাগজপত্র তছনছ করা হয়, এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট করা হয়েছে বলে দাবি বিজেপির।

ঘটনার সময় খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।

এই ঘটনার প্রতিবাদেই আজ থানার ঘেরাও ও রোড অবরোধের কর্মসূচি নেয় বিজেপি। বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

পুলিশের পক্ষ থেকে যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *