আগামী বুধে কি ঢুকছে বর্ষা, কি জানালো হাওয়া অফিস দেখুন।

Bangla circle news

আগামী বুধে ঢুকবে বর্ষা তিন দিনের মধ্যে শুরু হবে বৃষ্টি।


দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে জানাল আবহাওয়া দফতর! গরম কি কমবে? বিরাট আপডেট, দেখুন আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের নদিয়া, ২৪ পরগণা, বর্ধমান জেলাগুলি দিয়ে বর্ষা আসতে শুরু করবে। ১৮ তারিখে বর্ষা ঢুকে পড়বে দক্ষিবঙ্গে।

১৭ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় মাঝারি বৃষ্টিপাত হবে। ১৮ জুনও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভবনা, তবে উত্তর ও দক্ষিণ পরগণায় অতিভারী বৃষ্টির সম্ভবনা।

১৯ তারিখ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে গরম কি কমবে? বর্ষা ঢুকছে, বৃষ্টিপাত বাড়বে। তাপমাত্রা কমবে কিন্তু একটি বৃষ্টির পর পরবর্তী বৃষ্টির যে সময় সেই সময় জুড়ে অস্বস্তি থাকবে। বর্ষা কালের এটাই নিয়ম। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *