“মাওবাদী” হুমকি চিঠি নিয়ে তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য,আবারও আতঙ্ক ছড়াল বাঁকুড়ার জঙ্গলমহলে

Bangla circle news

“মাওবাদী” হুমকি চিঠি নিয়ে তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য, কটাক্ষ বিজেপির- বুথ সভাপতির কাছে যদি ৫০ হাজার টাকার দাবি ওঠে, তবে বড় নেতাদের কাছে কত আছে ?

আবারও আতঙ্ক ছড়াল মাওবাদী হুমকির নামে। বাঁকুড়ার জঙ্গলমহলে খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর অঞ্চলের মুকুন্দপুর গ্রামে প্রাক্তন বন কর্মী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্রর কাছে এসে পৌঁছেছে এক হুমকির চিঠি।

চিঠিটি লেখা সাদা কাগজে লাল কালিতে, বানান ও ভাষাগত দিক দিয়ে প্রচুর ভুলে ভরা হলেও তাতে লেখা বক্তব্য যথেষ্টই ভয়াবহ এবং উদ্বেগজনক।

চিঠিতে লেখা রয়েছে –
“মাওবাদী = সারেঙ্গা
নাম = দ্বিজপদ মিশ্র মুকুন্দপুর
তোমার নাতি দুটো আছে ভয়ঙ্কর হবে
তোমকে- টাকা দিতে হবে
টাকা মাওবাদী ফান্ডে জমা হযে
টাকার পরিমান ৫০০০০ হাজার টাকা চাকরি নেই তাই ৫০০০০ হাজার
টাকা পৌঁছে দেওয়ার ঠিকানা
রাস্তায় বেরিয়ে ডান দিক পুকুর পাড় চাতল ঘাট নামিয়ে দিয়ে চলে আসবে রাত্রি সাড়ে এগারোটা
টাকা না পেলে পরিনাম ভয়ঙ্কর হবে
যদি না দাও তাহলে তোমর নাতি দুটো
তুলে নিয়ে যাব তোমকে রাস্তায়
গুলি কেরে দেবো


কোন চালাকি নয়
কোন পুলিশ নয়
পুলিশ তোমাকে কদিন আমোট-করবে
আঘাট মাস চার 4 তারিখ
রাস্তায় বেরিয়ে ডান দিক পুকুর পাড় চাতল ঘাট রাত্রি ১১.৩০ নামিয়ে দিয়ে চলে আসবে
আমার লোক তোমাকে X = ফলো করবে ২৪ ঘন্টা = ইতি (মাওবাদী)
বোমা ফেলবো একটা তোমার ঘরে – মাওবাদী। (1) দ্বিজপদ মিশ্র।”

কমা পূর্ণচ্ছেদ হীন বানান ও ভাষাগত ভুলে ভরা চিঠির প্রতিটি লাইনে স্পষ্ট প্রাণনাশ ও অপহরণের হুমকি। শিশুনাতিদের নাম টেনে হুমকি, টাকার অঙ্ক নির্ধারণ করে দেওয়া, নির্দিষ্ট সময় ও জায়গায় পৌঁছনোর নির্দেশ সব মিলিয়ে ঘটনা অত্যন্ত চিন্তাজনক।

চিঠির “মাওবাদী = সারেঙ্গা” লেখাটি ইঙ্গিত দিচ্ছে যে সারেঙ্গা অঞ্চল থেকে বা নাম ব্যবহার করে এই হুমকি দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ এই চিঠির সত্যতা বা উৎস নিশ্চিত করেনি।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই হুমকির নেপথ্যে আসলেই মাওবাদীরা, না কি কেউ ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে এই ভয়াবহ নাটক সাজিয়েছে ?

তবে এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক জল বেশ খানিকটা ঘোলা হয়েছে। বিজেপি কটাক্ষ করেছে, “যদি এটা মাওবাদীরা করে থাকে, তাহলে তারা জানে কার কাছে কত চুরির টাকা আছে! একটা বুথ সভাপতির কাছেই যদি ৫০ হাজার টাকার দাবি আসে, তাহলে জেলা বা রাজ্য নেতৃত্বের কাছে কত আছে, সেটা কি আন্দাজ করা যায় না ?

এই হুমকি চিঠি সত্যিই মাওবাদীদের তরফে কি না, নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও ষড়যন্ত্র, তা এখন তদন্তেই বিষয়!

বাইট:
1) বিকাশ চন্দ্র খাঁ (স্থানীয় বাসিন্দা)
2) দ্বিজপদ মিশ্র (চিঠি পাওয়া তৃণমূল বুথ সভাপতি)
3) প্রদীপ্ত বহ্নি ঘোষ (বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলা ওবিসি মোর্চা সম্পাদক)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *