মুরগী বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, সেচনালা থেকে উদ্ধার গাড়ি।

গভির রাতে মুরগীর গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টেগেল সেচনালার জলে। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারবিশা শিমুলতলা এলাকায়। জানাগিয়েছে মঙ্গলবার গভির রাতে ব্রয়লার মুরগী বোঝাই গাড়িটি চেংমারী এলাকার একটি ফ্রাম থেকে লিফটিং করা হয়েছিল। ব্রয়লার মুরগীর নিয়ে গাড়িটি কুমারগ্রাম জোড়াই পাকা রাস্তা ধরে বারবিশার দিকে যাওয়ার সময় শিমুলতলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে সেচনালার জলে উল্টে যায় ।

চালক গাড়ির ভেতরেই আটকে ছিল, তারপর গাড়ির চালক নিজেই কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসে, সামান্য আহত হয়েছেন গাড়ির চালক,তবে মারাগিয়েছে শতধিক ব্রয়লার মুরগী। স্থানীয় সূত্রে জানাগিয়েছে গাড়ির চালকের অন্যমনস্কতায় এই দূর্ঘটনাটি ঘটেছ, আবার কেউ বলছেন ঘুমিয়ে পড়েছিল গাড়ির চালক সেই কারণেই ঘটেছে দূর্ঘটনা।

কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে বলে জানাযায়। বারবিশা ফাঁড়ির এক পুলিশ অফিসার জানান ঘটনায় হতাহতের কোন খবর নেই।
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।
Leave a Reply