বেপরোয়া ভাবে ছুটে আসা এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে রাধাগোবিন্দ যাত্রীবাহী বাস, ঘটনায় মৃত এক আহত শিশু সহ ২৯ জন বাসযাত্রী।

আবারো নিয়ন্ত্রণ হারিয়ে বাস দূর্ঘটনা ঝাড়গ্রামে। গোপীবল্লভপুর থেকে খড়্গপুর গামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছেন শিশু সহ মোট ২৯ জন যাত্রী, ঘটনায় মৃত্যু হয়েছে বাসন্তী মাহাতো নামে এক মহিলার।

আরো চারজন যাত্রীর অবস্থা আশঙ্কা জনক। স্থানীয়দের অনুমান এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বেসরকারি বাস।

ঝাড়গ্রামের বালিভাষা ও গুপ্তমনির মাঝখানে এই দুঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল এসে পৌঁছায় পুলিশ। আহত ও নিহতদের উদ্ধার করে পুলিশ নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনায় দুমড়ে মুছে গিয়েছে বাসের সামনের অংশ।
Leave a Reply