সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের নতুন কার্যালয় তৈরীকে কেন্দ্র করে উত্তেজনার মাঝেই এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বড়জোড়া ব্লক তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য অনুরোধ বাউরী ।

গতকাল সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের নতুন কার্যালয় তৈরীকে কেন্দ্র করে,একাধিক পঞ্চায়েতের সদস্য ও গ্রামবাসীরা মিলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি ন্যায় এলাকার মানুষ।
আর সেই রেস কাটতে না কাটতেই এবার আজকে পঞ্চায়েত সমিতির সদস্যকে তুলে নিয়ে গিয়ে মার ধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

তার দাবী তিনি যখন তার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন সেই সময় কয়েক জন দুষ্কৃতী তাকে সাহারজোড়া গ্রামে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে এবং অশ্লালীন আচরণ করে বলেই অভিযোগ।

এই অবস্থায় তিনি বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি আজ বুধবার বিকালে শীতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে পাঁচটি গ্রামের মানুষকে নিয়ে সভা করা করে ।

এই বিষয়ে আক্রান্ত শিক্ষক তথা বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য তিনি জানান সাহারজোড়া গ্রামে গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন হবে না ভবন হবে শীতলা গ্রামে এই ভবন কি বলছেন শুনুন।
Leave a Reply