পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বীরভূমের ইলামবাজার থানার পুলিশ।।

ঘটনায় রিলেটেড পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা।

কলকাতার নম্বর প্লেট লাগানো একটি চারচাকা গাড়ি করে গাঁজা নিয়ে বর্ধমান পেরিয়ে বীরভূমের দিকে আসছিল পাঁচজন। গোপন সূত্রে খবর যায় বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে। বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তড়িঘড়ি পুলিশের একটি দল গঠন করে। সেখানে ইলামবাজার থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক বোলপুর, বোলপুরের সার্কেল ইন্সপেক্টর। পুলিশের এই স্পেশাল টিম নাকা চেকিং করে সন্দেহভাজন একটি চারচাকা গাড়ি আটক করে। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা।
বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা। ঘটনায় রিলেটেড পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ একলক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাঁজা পাচারের ব্যবহৃত চারচাকা গাড়িটি। এদিন ধৃত পাঁচজনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।।

ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডল এর রিপোর্ট বীরভূম।।
Leave a Reply