এলাকার উন্নয়নের নিরিখে রাজ্যে ৩৩৫৪টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম কুড়ির পুরস্কার পেল বাঁকুড়া জয়পুর সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দে।

আলট্রাটেক যশো স্ত্রী প্রধান গ্রাম গড়বে দেশ এগোবে প্রতিযোগিতায় রাজ্যের কুড়ি জন প্রধানকে দেয়া হয় প্রথম পুরস্কার ।

তার মধ্যে প্রথম কুড়িতে স্থান অধিকার করল সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দে। আলট্রাটেক সিমেন্ট ও মিডিয়া পার্টনার আনন্দবাজার পত্রিকার যৌথ উদ্যোগে প্রথম পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানদের হাতে।

বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর হাত থেকে পুরস্কার নিলেন প্রধান।
যেমন খুশি তিনি তার সাথে খুশি হল বাঁকুড়া জেলার জয়পুরের মানুষ। জানা যায় কাজের নিরিখে এলাকার উন্নয়নের জন্য একাধিক বিষয়ের উপর রাজ্যের ৩৩১৭ টি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষা চালানো হয়।

এবং পরীক্ষামূলকভাবে কাজের নিরিখে সিলেকশন করা হয়,তারই মধ্যে বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েতের প্রধানদের মধ্যে একমাত্র প্রধান সিলেকশন হন জয়পুর ব্লকের সোলদা গ্রাম পঞ্চায়েত।
এই পুরস্কার পেয়ে কতটা খুশি, কি বলছেন প্রধান চলুন শোনাবো আপনাদের।।
Leave a Reply