সকলকে পোস্টটি পড়ার জন্য অনুরোধ করছি:-

বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী থানার ভাড়াডিহী গ্রামের ছোট্ট আখিঁ মাজী ছোট থেকে একটি বিরল রোগে আক্রান্ত, ওর শরীরে Blood তৈরি হয় না। রোগের নাম:

ডায়মন্ড-ব্ল্যাকফ্যান অ্যানিমিয়া (DBA) একটি বিরল জেনেটিক রোগ। Ankhi-র বেঁচে থাকার লড়াই যেন বিরাট Challenge হয়ে দাঁড়িয়েছে, ছোটো থেকে ওর পরিবার চিকিৎসা করিয়ে যাচ্ছে Chennai Apollo Hospital এ। কিন্তু ডাক্তারবাবুরা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওর (Bone Marrow Transplant) করতে হবে।
(Bone Marrow Transplant) আনুমানিক 40 লাখ টাকার প্রয়োজন।

এতো টাকা কোথায় কিভাবে পাবে তার পরিবার চিন্তায় আছে। তাই সকলের কাছে বিনীত অনুরোধ যে যতটুকু পারবেন সাহায্য করে, এই বাচ্চাটাকে সুস্থ করে তুলুন।

এই পোস্টটি সকলকে শেয়ার করুন। আপনাদের এই ছোট্ট শেয়ার ও সহযোগিতা আগামী দিনে আঁখিকে সুস্থ করে তুলতে সাহায্য করবে। আপনাদের এই সহযোগিতা বাচ্চাটাকে নতুন জীবন দান করবে।। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও ভালো থাকবেন।।

শিশুটির নাম -আঁখি মাজী
বাবার নাম-মিঠু মাজী
গ্রাম-ভাড়াডিহী, পোষ্ট- লছমনপুর, থানা-গঙ্গাজলঘাটী, জেলা-বাঁকুড়া পিন-722133
Mob:-9641935244
Leave a Reply