ত্রাণ শিবিরে খাবার না মেলায় পথ অবরোধ দুর্গতদের, রাজ্যের মন্ত্রীর পরিদর্শনে চাঞ্চল্য।

একদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ত্রাণ শিবির পরিদর্শন, অন্যদিকে ত্রাণ না মেলায় ক্ষুব্ধ দুর্গতরা রাস্তায় নেমে পথ অবরোধ! শনিবার বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া হাই স্কুল ত্রাণ শিবির ঘুরে দেখে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক দাবি করেন, “আগে বাম আমলে মানুষ গাছে উঠে বাঁচতো, এখন রাজ্য সরকারই দুর্গতদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করছে।”

কিন্তু বাস্তব পরিস্থিতি যেন মুখের কথার সঙ্গে মেলেনি। তালডাংরারই রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে থাকা প্রায় ৬০টি পরিবার জানায়, গতকাল রাত থেকে কোনও খাবার পৌঁছায়নি তাঁদের কাছে। ক্ষোভে ফেটে পড়ে দুর্গতরা তৃণমূলের পতাকা হাতে রাধানগর এলাকায় তালডাংরা-পাঁচমুড়া রাস্তা অবরোধ করে। তাঁদের অভিযোগ, বহুবার ফোন করেও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কোনও জনপ্রতিনিধির সাড়া মেলেনি।

অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, যারা নিজেরাই তৃণমূল কর্মী বলছেন, তাঁরাই দলের বিরুদ্ধে সরব হয়ে পথ অবরোধে নামেন।

মন্ত্রী মলয় ঘটক জানান, এখন পর্যন্ত জেলায় ১,০০৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত। সরকার তাদের পাশে রয়েছে। তবে প্রশ্ন উঠছে, তাহলে কেন দুর্গতদের খাবার জোগাতে ব্যর্থ হচ্ছে প্রশাসন ? রাজ্য সরকার যখন ত্রাণ ব্যবস্থাকে ঢাল হিসেবে তুলে ধরছে, তখন মাঠে এমন চিত্র একপ্রকার প্রশাসনিক ব্যর্থতাই চোখে আঙুল দিয়ে দেখায়।

জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী, মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, সভাধিপতি অনসূয়া রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মন্ত্রীর সঙ্গে। ত্রাণ সামগ্রীও বিলি হয়। কিন্তু প্রশ্ন থেকে যায় ত্রাণ বিতরণ কি শুধুই কাগজে-কলমে ? মাঠে যে ক্ষোভের বিস্ফোরণ, তা কি শাসকের চোখ এড়িয়ে যাচ্ছে ?
Leave a Reply